২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘নায়ক: দ্য রিয়্যাল হিরো’। নায়িকা রানি মুখোপাধ্যায়। অনিল-রানি জুটি মন কেড়েছিল দর্শকদের। ২৫ বছর আগের পর্দার সেই ‘শিবাজী রাও’ চরিত্র আজও অমলিন দর্শকের স্মৃতিতে। ফের বড়পর্দায় আসতে চলেছে ‘নায়ক ২’।
নতুন ছবিতে প্রধান চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। ছবির পরিচালক দীপক মুকুট বলেন, “এত তাড়াতাড়ি এই বিষয়ে কিছু বলতে চাই না। সবটাই রয়েছে প্রাথমিক পর্যায়ে। কারা অভিনয় করবেন, এখনও পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।”
তবে ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন অনিল কাপুর, এ কথা নিশ্চিত করেন পরিচালক।
