নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের শিলিগুড়ি ডিপো শাখার উদ্যোগে আগামী ২১ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা ব্যাপী অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই অনশনে শিলিগুড়ি ডিপো সহ উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোর এনবিএসটিসি কর্মীরা সামিল হবেন। সিটু অনুমোদিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বাঁচাতে” এবং নিজেদের চাকরি রক্ষার দাবিতেই এই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন কর্মীরা।
বাম শ্রমিক সংগঠনের দাবি, এক সময় গোটা রাজ্যে এনবিএসটিসি-র স্থায়ী কর্মীর সংখ্যা ছিল প্রায় ৬৫০০। বর্তমানে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৪০০-তে। ফলে ক্রমশ অনিশ্চয়তার মুখে পড়ছেন সংস্থার কর্মীরা। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য তুফান ভট্টাচার্য এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন,“রাজ্য সরকার পরিকল্পিতভাবে এনবিএসটিসি-কে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে। একের পর এক বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে বেসরকারি বাস কোম্পানিগুলি লাভবান হচ্ছে।”
তাদের আশঙ্কা, বেসরকারি সংস্থাগুলিকে মুনাফা পাইয়ে দিতেই রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে এনবিএসটিসি-কে ধ্বংস করছে। তাই সংস্থাকে রক্ষা করতে ও কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আন্দোলন ছাড়া আর কোনো উপায় নেই বলেই মনে করছেন সংগঠনের নেতারা।
