বিধানসভা নির্বাচনের পূর্বেই নয়া ঘোষণা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বিহারের রাজনীতিতে ফের উত্তেজনা চরমে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মহাগঠবন্ধন মঙ্গলবার প্রকাশ করল তাদের নির্বাচনী ইস্তেহার — যার নাম দেওয়া হয়েছে ‘তেজস্বী প্রাণ’।

প্রচ্ছদে জ্বলজ্বল করছে আরজেডি নেতা তেজস্বী যাদবের মুখ। ইস্তেহারের স্লোগান, “সম্পূর্ণ বিহার কা সম্পূর্ণ পরিবর্তন, তেজস্বী প্রতিজ্ঞা, তেজস্বী প্রাণ।” এই ইস্তেহারে প্রতিশ্রুতির পসরা সাজানো হয়েছে বিশেষ করে চাকরি, মহিলাদের আর্থিক সুরক্ষা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের উপর জোর দিয়ে।

ইস্তেহারের সবচেয়ে বড় আকর্ষণ চাকরি। তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাগঠবন্ধনের দাবি, তারা ক্ষমতায় এলে মাত্র ২০ দিনের মধ্যেই নতুন আইন আনা হবে, যার মাধ্যমে প্রতিটি পরিবার পিছু অন্তত একটি করে চাকরি নিশ্চিত করা হবে। সেই চাকরির প্রক্রিয়া শুরু হবে ক্ষমতায় আসার ২০ মাসের মধ্যেই। পাশাপাশি, রাজ্যের সব চুক্তিভিত্তিক এবং আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।