বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই
দু’বছর ধরে জট। আপাত ভাবে ‘আন–টেন্টেড’ চাকরিহারা শিক্ষিক-শিক্ষিকারা ৩১ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ স্কুলে কাজ চালানোর অনুমতি পেলেও তাঁদেরও স্কুল সার্ভিস কমিশনের নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হয়েছে। এসএসসি তে মোট ৫ লক্ষ ৬৬ হাজার জন পরীক্ষা দিয়েছেন।
বহু টালবাহানার পর শেষ পর্যন্ত প্রায় ১০০ শতাংশ মোট ১৩ হাজারের বেশি চাকরিহারাই পরীক্ষায় বসেছেন। বাকি ২০০০ জন নিজেদের আগের চাকরিতে পুনরায় ফিরে যাওয়ার আবেদন জানিয়েছেন। নিয়ম অনুসারে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় বরাদ্দ রয়েছে ১০ নম্বর। এই পরিস্থিতিতে ‘যোগ্য’ চাকরিহারাদের দাবি, তাঁদের পুরোনো স্কুলে শিক্ষকতার অপশনটুকু দেওয়ার সুযোগ দিক রাজ্য সরকার এবং এসএসসি।
