নতুন বছরের আগেই সুখবর নিয়ে হাজির বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারি পার্কে আগমন হতে চলেছে নতুন অতিথিদের।শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে প্রতি বছরই নতুন কিছু চমক থাকে।গতবছর সিংহ, লেঙ্গুর, বানর সহ একাধিক বন্যপ্রাণীর আগমন ঘটেছিল।এবছরও বেঙ্গল সাফারি পার্কে আসতে চলেছে জলহস্তি, জিরাফ সহ একাধিক বন্যপ্রানী।
পার্ক কর্তৃপক্ষ সুত্রে জানাগেছে, বাঘের পর সিংহের সফল প্রজননের পর সাফারি পার্কের ধারনক্ষমতা নিয়ে যথেষ্ট সুনিশ্চিত বন্যপ্রান বিভাগ৷ নতুন বছরে সিংহ পর্যটকদের জন্য উন্মুক্ত সাফারিতে ছাড়ার ভাবনা নিয়েছে সাফারি কর্তৃপক্ষ।
বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর জানান, নতুন বছরে খুব শীঘ্রই সাফারি পার্কে নতুন অতিথি আসতে চলেছে৷ পর্যটকদের আকর্ষণ বাড়াতে শীঘ্রই হাতি সাফারিও শুরু করা হবে।
