নয়া উদ্যোগ সকারের তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনের বিষয়ে স্বচ্ছতা আনতে এবার এক অভিনব পদক্ষেপ নিচ্ছে নবান্ন।

সরকারের বিভিন্ন প্রকল্প ছাড়াও ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিরুদ্ধেও হামেশাই উঠে আসে ‘রাজস্ব ফাঁকি’ দেওয়ার অভিযোগ। এবার এই অভিযোগ ঠেকাতেই নতুন অর্থবছর থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আয় ব্যয়ের উপর সজাগ দৃষ্টি রাখতে চলেছে নবান্ন।

আজকের এই ডিজিটাল যুগেও এখনও পর্যন্ত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হাতে লেখা রসিদের ওপরের ভিত্তি করেই লেনদেন হয়ে থাকে। এবার সেই পুরনো পদ্ধতি বন্ধ হতে চলেছে। যুগের সাথে তাল মিলিয়ে রোজকার আয় ব্যয় হিসাবে আরও স্বচ্ছতা আনতে এবার চালু করা হচ্ছে একটি নতুন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে এবার আর্থিক লেনদেন করা হবে। অনলাইনে সমস্ত হিসেব নথিভুক্ত করার জন্য নবান্নের তরফে আগামী ১ এপ্রিল থেকে চালু করা হচ্ছে এই ‘সহজ-সরল’ পোর্টাল।