কেন্দ্রীয় সরকারের তরফে নয়া উদ্যোগ

দিন প্রতিদিন ক্রমাগত বেড়ে চলেছে পথদুর্ঘটনা। নিয়ম না মেনে অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালানো, দু চাকার ক্ষেত্রে হেলমেট ব্যবহার না করা থেকে কিংবা স্রেফ অসাবধানতাবশত ঘটে যেতে পারে কোনও বড়সড় দুর্ঘটনা। আর এমন ক্ষেত্রে চিকিৎসা হয়ে দাঁড়ায় বড় মাথাব্যথার বিষয়।

এবার চালু হতে চলেছে ক্যাশলেস পরিষেবা। চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে আর দেরি হওয়ার কোনও সুযোগ থাকবে না। পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করতে করতেই দেরি হয়ে যায় অনেক সময়। অথচ চিকিৎসকরা বলেন, দুর্ঘটনার পর ‘গোল্ডেন আওয়ার’ অর্থাৎ প্রথম ১ ঘন্টায় চিকিৎসা শুরু করতে পারলে বাঁচানো সম্ভব।

সেকথা মাথায় রেখেই তাই এবার বড় উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। পথ দুর্ঘটনা ঘটলে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেবে কেন্দ্র। আহত ব্যক্তিকে হাসপাতাল বা নার্সিং হোমে নিয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে মিলবে ক্যাশলেস পরিষেবা। এই পরিষেবার আওতায় আনার জন্য রাজ্যজুড়ে তালিকা তৈরি করা হচ্ছে হাসপাতাল এবং নার্সিং হোম গুলির।