এবার শিলিগুড়ি পুরনিগমের নতুন উদ্যোগ, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আরও একধাপ এগোল পুরনিগম। শিলিগুড়ি পুরনিগমের প্রতিটি বাড়িতে বসানো হবে লোকেশন-সহ কিউআর কোড।এর মাধ্যমে আবর্জনা সংগ্রহ ব্যবস্থায় আনা হচ্ছে আধুনিক নজরদারির ব্যবস্থা।
এই ব্যবস্থা গ্রহণের ফলে প্রতিদিন বাড়ি বাড়ি নোংরা আবর্জনা ঠিকমতো সংগ্রহ হচ্ছে কিনা, তা সরাসরি পর্যবেক্ষণ করতে পারবে শিলিগুড়ি পুরনিগম ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সুডা।
জানা গেছে, আবর্জনা সংগ্রহের সময় নির্মল সাথী বা নির্মল বন্ধুরা ওই কিউআর কোড স্ক্যান করলেই স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হবে কোন বাড়ি থেকে কখন আবর্জনা সংগ্রহ করা হয়েছে।এর মাধ্যমে সরাসরি নজর রাখতে পারবে সুডা এবং পুরনিগম কর্তৃপক্ষ।
