মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। সেই ভোটের আগে ভোটদানের হার বাড়াতে এবার নতুন উদ্যোগ নিল নির্বাচন কমিশন।
এবার কমিশনের নজর পড়েছে শহরের হাইরাইজ আবাসনের দিকে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, “ন্যূনতম ৬০০ জন আবাসিক থাকলেই হাইরাইজ বিল্ডিংয়ে ভোটদানের জন্য আলাদা বুথ করা হবে।” রাজ্যের গ্রামাঞ্চলে ভোটদানের হার বরাবরই বেশি। সেদিক থেকে কলকাতাসহ অন্যান্য পুর এলাকায় ভোটের হার তুলনামূলকভাবে কম।
অনেক সময়েই অভিজাত আবাসনে বসবাসকারী মানুষ ভোটে তেমনভাবে বুথমুখী হন না। কমিশন এবার সেই চেনা ছবিই বদলাতে চাইছে। ইতিমধ্যেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন পুর এলাকায় হাইরাইজ আবাসনে বুথ করার পরিকল্পনা শুরু করেছে কমিশন।
