মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে জোর কদমে কাজ চলছে বাংলার বাড়ি প্রকল্পে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য সরকার।
বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ, ইতিমধ্যেই যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন তাদের সকলকে জুলাই – অগাস্ট মাসের মধ্যেই বাংলার বাড়ির কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বর্ষার আগেই মিটিয়ে ফেলতে হবে কাজ। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের। সূত্রের খবর বৈঠকে মুখ্য সচিব জেলাশাসকদের বলেন, “ছোট ছোট করে টিম তৈরি করুন।
টিমগুলি প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে কাজের পর্যালোচনা করবে। কাজের গতি বাড়াতে হবে।” মুখ্য সচিব বলেন নবান্ন চাইছে যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন তাদের বাড়ির কাজ অগাস্ট মাসের মধ্যেই শেষ হোক। ইতিমধ্যেই বাংলার ন’ লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছেন।
