নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের দ্রুত পদক্ষেপে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই টোটোতে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেলেন শিলিগুড়ির শিবমন্দির এলাকার প্রবীর কুমার দে। পুলিশের এই দ্রুত ও সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি টোটোয় যাত্রা করার সময় ভুলবশত একটি ব্যাগ ফেলে যান, যেখানে ছিল ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র।
বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই সাদা পোশাকের পুলিশ দ্রুত তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় সূত্র ধরে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই ওই টোটো ও চালককে শনাক্ত করে এবং হারানো ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ব্যাগটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
হারিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই ভাবে জিনিস ফিরে পেয়ে খুশি প্রবীর বাবু। তিনি নিউ জলপাইগুড়ি থানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ধরনের দ্রুত পদক্ষেপ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়াবে।