নয়া পরিকল্পনা মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রো রুট গুলির ক্ষেত্রে এসপ্ল্যানেড এখন গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠেছে। কারণ এসপ্ল্যানেড স্টেশনেই এসে মিশেছে ব্লু লাইন এবং গ্রিন লাইন। আগামীদিনে পার্পল লাইনও এই স্টেশনে মিশে যাবে।

ফলে স্টেশনে ভিড় আরও বাড়বে। চাপ কমাতেই এবার এসপ্ল্যানেড স্টেশন নিয়ে নতুন ভাবনা চিন্তা করছে মেট্রো কর্তৃপক্ষ। এসপ্ল্যানেড স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনা চলছে। ব্লু লাইনের জন্য প্রাথমিক ভাবে তৈরি করা হয়েছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।

এসপ্ল্যানেড স্টেশনের বিষয়ে পরিকল্পনার জন্য একটি উপদেষ্টা সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। সাবওয়ে তৈরি করা যাবে কিনা তা খতিয়ে দেখবে ওই সংস্থা। এখন যেহেতু গ্রিন লাইন অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রোও এসপ্ল্যানেড স্টেশনে এসে মিশেছে তাই ভিড়ের চাপ আরও বেড়েছে। তবে এই স্টেশনে সাবওয়ে তৈরি হলে ব্লু লাইন থেকে গ্রিন লাইনের স্টেশনে আরও দ্রুত পৌঁছে যাওয়া যাবে বলে জানা যাচ্ছে।