আসছে নয়া প্রকল্প

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বড় ঘোষণা করলেন আরজেডি নেতা ও ‘মহাগঠবন্ধন’-এর মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব।

লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান, তাঁর জোট ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বছরে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। প্রকল্পের নাম রাখা হয়েছে ‘মই বহিন যোজনা’। তেজস্বীর বক্তব্য, ‘‘বিহারের মা-বোনদের অর্থনৈতিক স্বনির্ভরতা আমাদের প্রথম লক্ষ্য। ক্ষমতায় এলে আগামী বছর মকরসংক্রান্তির দিন অর্থাৎ ১৪ জানুয়ারি থেকেই তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।’’

উল্লেখ্য, নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার বিহারে ইতিমধ্যেই ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে, যার লক্ষ্য মহিলাদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পে রাজ্যের ১ কোটি মহিলাকে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।