নয়া দায়িত্ব দেওয়া হলো পুলিশ কমিশনারকে

গত বছর মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় রাজ্যের পুলিশ মহলে বড়সড় অদলবদল হয়েছিল। বেশ কয়েকজন পুলিশ কর্তার পদ পরিবর্তন করা হয়েছে। যার মধ্যে ছিল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

তবে এবার অতিরিক্ত দায়িত্ব পেলেন তিনি। বিনীত গোয়েলকে এডিজি-আইজি এসটিএফ এর সঙ্গে এডিজি-আইজি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বও দেওয়া হয়েছে। অন্যদিকে দুঁদে আইপিএস অফিসার অজয় রানাডেকে বদলি করা হয়েছে হোমগার্ডে, যা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন।

আরো বেশ কিছু রদবদল হয়েছে পুলিশ মহলে। শ্যাম সিংকে সরানো হয়েছে ডিজি এবং আইজি সাইবার সেলে। দময়ন্তী সেনকে এডিজি-আইজি পলিসি থেকে করা হয়েছে এডিজি-আইজি এপি। এডিজি সাইবার থেকে হরি কিশোর কুসুমাকারকে সরানো হয়েছে এডিজি-আইজি কোস্টাল সিকিউরিটিতে।