পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর হলুদ লাইনের (নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দর) যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। এবার থেকে বিমানবন্দরে যাওয়া ও সেখান থেকে শহরের অন্য প্রান্তে ফেরার মেট্রো পরিষেবা আরও সহজ হতে চলেছে।
চালু হচ্ছে নতুন সময়সূচি। নতুন নিয়ম অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হলুদ লাইনে মোট ১২০টি মেট্রো (৬০টি আপ ও ৬০টি ডাউন) চলবে। আগে নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়ত সকাল ৭টা ৫৫ মিনিটে, এবার তা ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। অন্যদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৮টা। অর্থাৎ, সকালের প্রথম ট্রেন ধরতে এখন আর দেরি হবে না যাত্রীদের।
রাতের মেট্রো পরিষেবাতেও আসছে বড় পরিবর্তন। এতদিন নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী শেষ মেট্রো ছাড়ত রাত ৮টায়, এখন তা ছাড়বে রাত ৯টা ৫৮ মিনিটে। অপরদিকে বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে, যা আগে ছাড়ত রাত ৮টা ৫ মিনিটে।
