চালু হতে চলেছে নয়া পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। পূর্ব ভারতের যাত্রী পরিষেবায় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে।

প্রথমবার শিয়ালদা-রানাঘাট লাইনে চালু হচ্ছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন, যা যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে করবে আরও আরামদায়ক, ঝকঝকে ও আধুনিক। এই এসি লোকাল ট্রেনটিতে থাকছে ১২টি পূর্ণবাতানুকূল কামরা, প্রতিটি তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে।

ট্রেনে থাকছে – স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াতের ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, জিপিএস-নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, অ্যালুমিনিয়ামের মালপত্র রাখার তাক, প্রতিটি কামরায় রয়েছে ১১২৮টি আসন ও দাঁড়ানোর জায়গা, এবং ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১১০ কিমি প্রতি ঘণ্টা।