নয়া পরিষেবা চালু হতে চলেছে দেশে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার আরো এক পদক্ষেপ এগিয়ে গেলো দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্ন পূরণের পথে আরো একধাপ এগোলো দেশ। ভারতীয় ডাকবিভাগের তরফে এবার চালু করা হল নতুন দুটি ডিজিটাল প্ল্যাটফর্ম- ‘নো ইয়োর ডিজিপিন’ এবং ‘নো ইয়োর পিনকোড’।

কেন্দ্রীয় সরকারের এই নতুন পদক্ষেপে বাড়ির ঠিকানার জন্য ১২ সংখ্যার একটি বিশেষ পিন চালু করা হয়েছে। ভারতীয় ডাক বিভাগের মতে, চিঠি, পার্সেল পরিষেবার ক্ষেত্রে এতে বড়সড় সুবিধাজনক পরিবর্তন আসতে পারে। ডিজিপিন ভারতীয় ডাক বিভাগের একটি নতুন প্রকল্প যা তাদের ‘অ্যাড্রেস অ্যাজ এ সার্ভিস’ দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে জানা যাচ্ছে।

এই নতুন ব্যবস্থায় ঠিকানায় পিনকোডের পরিবর্তে ব্যবহার করা হবে একটি আলফা নিউমেরিক ১২ অঙ্কের সংখ্যা। ঠিকানা সংক্রান্ত ডেটা ব্যবস্থাপনার মাধ্যমে সরকারেষি, বেসরকারি সংস্থা, ব্যবহারকারীদের মধ্যে নিরাপদ এবং কার্যকর যোগাযোগ নিশ্চিত করাই এই নতুন পরিষেবার লক্ষ্য।