অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে ১৬ হাজার ফুট উচ্চতায় এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় সেনা। পূর্ব কমান্ডের অধীনস্থ IV Corps সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে একটি মনো-রেল সিস্টেম, যা কঠিন পার্বত্য এলাকায় লজিস্টিক্স পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে।
সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্গম পাহাড়ি এলাকায় খাদ্য, গোলাবারুদ, প্রয়োজনীয় সরঞ্জাম পরিবহণ করা দীর্ঘদিন ধরেই ছিল কঠিন কাজ। সেই বাধা দূর করতেই সেনারা নিজেদের দক্ষতায় তৈরি করেছে এই ইন-হাউস মনো-রেল সিস্টেম। বরফে ঢেকে থাকা উচ্চতার পথ, অনিয়মিত আবহাওয়া ও সীমান্তে কৌশলগত তৎপরতার মধ্যে এই মনো-রেল ব্যবস্থা দ্রুত, নিরাপদ ও কার্যকর লজিস্টিক্স জোগান নিশ্চিত করবে।
সেনা সূত্র খবর, এই মনো-রেল সিস্টেম ভারতীয় সেনার সক্ষমতা আরও বৃদ্ধি করবে ও সীমান্ত এলাকায় দ্রুত প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে সাহায্য করবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় এটি আত্মনির্ভর ভারতের প্রতীক।”
সীমান্ত এলাকার প্রতিরক্ষা ও লজিস্টিক্স শক্তিশালী করতে এটি এক বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। উচ্চ হিমালয়ের দুর্গম এলাকায় মনো-রেল ব্যবস্থার এই ব্যবহার বিশ্বেও নজিরবিহীন।
