রেল যাত্রীদের সুরক্ষাকে মাথায় রেখে চালু হচ্ছে নয়া ব্যবস্থা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। আরও একবার যাত্রা সুরক্ষার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ নিল রেল। উত্তর-পূর্ব সীমান্তের রেলওয়ের মোট ৩৪ টি রেল ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এক বিশেষ ধরনের আন্ডারওয়াটার রোবট ড্রোন ব্যবহার করা হল।

এবার উত্তর পূর্ব সীমান্তে রেলের মোট ৩৪ টি রেল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশেষ ধরনের আন্ডারওয়ারটা রোবট ড্রোন ব্যবহার করা হল। এর মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর ওপর অবস্থিত বিখ্যাত সরাইঘাট ব্রিজের মতন গুরুত্বপূর্ণ সেতু ও আলিপুরদুয়ার ডিভিশনে অধীন ১৮ এই গুরুত্বপূর্ণ সেতুর পরিকাঠামো পরিদর্শন করেছে এই হাই টেক আন্ডার ওয়াটার রোবট।

যদিও এই সেতুগুলি নিয়মিত পরীক্ষা করেন রেলের ইঞ্জিনিয়ার। তবে যে নদীগুলিতে জল কম থাকে সেগুলো সেই সময় পর্যবেক্ষণ করা সম্ভব হয়। তবে বেশকিছু নদীগুলোতে সারা বছর গভীর জল থাকে। তাই ওই নদীগুলোতে থাকা সেতো গুলি জলের তলার অংশ নজরদারি চালানো সম্ভব হয় না।