জীবনের প্রতি এমন উদযাপন সচরাচর দেখা যায় না। ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় চমকে দেওয়া ঘটনা — এক ১২০ বছরের দিদার অন্নপ্রাশন!
বয়স একশোর গণ্ডি পেরিয়ে অনেক দূর, তবু রুম্পা বর্মনের জীবনে যেন যেন নতুন করে শৈশবের সূচনা। বয়সের ভারে ন্যুব্জ শরীর, কিন্তু হঠাৎ তাঁর মুখে নতুন দাঁত গজাতে শুরু করায় আনন্দ আর বিস্ময়ে ভরে ওঠে পরিবারের সকলেই। আর সেই অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকতে আয়োজন করা হয় ব্যান্ডপার্টি, বাজি, ভুরিভোজ-সহ ঐতিহ্যবাহী অন্নপ্রাশনের।
প্রায় তিনশো অতিথির উপস্থিতিতে চারদিক উৎসবের রঙে রঙিন। ছিল মাংস-ভাত, মিষ্টির পসরা, আলো ঝলমলে সাজসজ্জা। পরিবারের নাতি-নাতনিরা শিশুর মতোই আদরে দিদার মুখে প্রথম অন্ন তুলে দেন— ছোট্ট শিশুর অন্নপ্রাশনের নিয়ম মেনেই।
স্থানীয় বাসিন্দারা ও পরিবারের সদস্যরা জানান, বর্তমান যুগে যেখানে শতায়ু মানুষের দেখা পাওয়াই বিরল, সেখানে ১২০ বছর বয়সে নতুন দাঁত ওঠা সত্যিই এক আশ্চর্যের ঘটনা। একইসঙ্গে এ যেন জীবনের প্রতি ভালোবাসা ও পরিবারের বন্ধনের মোক্ষম প্রমাণ।
দক্ষিণ খয়েরবাড়ির এই অনন্য আয়োজন এখন এলাকায় ব্যাপক চর্চার বিষয়। সবাই একবাক্যে বলছেন— “এ শুধু দিদার অন্নপ্রাশন নয়, আমাদের সবার জীবনের প্রতি কৃতজ্ঞতার উৎসব।”
