বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বছরের পর বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা। এখনও শুনানি হয়।
এর আগে মোট ১৬ বার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি তবে এবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলা নিয়ে সুপ্রিম কোর্ট তরফে দুটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে।
এবার কোনোভাবেই শুনানির তালিকা থেকে মামলাটি বাদ না পড়ে সেই লক্ষ্যে গত ১লা মে, কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে আইনজীবী শীর্ষ আদালতে এই ডিএ মামলাটির উল্লেখ করেন। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে মামলা ওঠার পর থেকে এই প্রথমবার মামলার বিবরণীতে ডিএ মামলাকে “Top of the List” বা তালিকার শীর্ষে রাখা হয়েছে।