শিলিগুড়িতে নিউ মি-এর প্রথম স্টোর

জেনারেশন জেড মহিলাদের লক্ষ্য করে তৈরি ফ্যাশন-টেক ব্র্যান্ড নিউ মি এবার শিলিগুড়িতে তাদের প্রথম স্টোর চালু করেছে। এটি উত্তর-পূর্ব ভারতে তাদের প্রবেশের সূচনা করে। এই কৌশলগত পদক্ষেপ “উত্তর-পূর্বের প্রবেশদ্বার” হিসেবে শিলিগুড়ির অবস্থানকে কাজে লাগায়, যা বাংলা, সিকিম এবং উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে সংযুক্ত করে।

ব্র্যান্ডটি এখন ভারত জুড়ে ১৫টি স্টোর পরিচালনা করছে। আর্থিক বছরের শেষ নাগাদ আরও কিছু স্টোর চালু করার পরিকল্পনা রয়েছে। নিউ মি-এর কালেকশনে রয়েছে ১,০০০ টিরও বেশি নতুন ডিজাইন। যা অনলাইন এবং অফলাইন দুই উপায়েই অ্যাক্সেস করা যাবে।

আর্থিক বছর ২৬-এর মধ্যে নিউ মি-এর ৭৫টি স্টোর খোলার লক্ষ্য রয়েছে। মূল বাজার অঞ্চলে ৪০-৬০ টি নতুন স্টোর খোলার পরিকল্পনা রয়েছে। অফলাইন স্টোরগুলি থেকে আগামীতে ৪০% রাজস্ব পাওয়ার প্রত্যাশা রয়েছে, চলতি অর্থবছরে যা ২৫% অনুমান করা হয়েছে।