টানা বৃষ্টিপাতে ফের বিপদ বাড়ছে শিলিগুড়ি থেকে সিকিমমুখী জাতীয় সড়ক ১০ (NH-10)-এ। সড়কের একাধিক অংশ ধসপ্রবণ হয়ে উঠেছে বলে জানিয়েছে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন সংস্থা (NHDICL)। সেতি ঝোরা, সেলফি দাড়া, বিরিক দাড়া, লিখুভীর, মেলি ও ভালুখোলা—এই এলাকাগুলি বর্তমানে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।
ধসের ফলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে জেসিবি-সহ একাধিক ভারী যন্ত্রপাতি। পাশাপাশি, জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রতিটি বিপদজনক এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে সাথে প্রয়োজনে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সাধারণ মানুষ ও পর্যটকদের উদ্দেশে প্রশাসনের তরফে অনুরোধ জানানো হয়েছে—রাস্তায় রওনা হওয়ার আগে আবহাওয়া ও রাস্তার পরিস্থিতি ভালোভাবে জেনে তবেই যাত্রা শুরু করুন।
