শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং নাইট পেট্রোলিং এর সময় চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে নাইট পেট্রোলিং এর সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, সূর্যসেন কলোনির কৈলাস মাঠ এলাকায় জনা দশেক দুষ্কৃতী জড়ো হয়ে অপরাধ মূলক কাজ সংঘটিত করার ছক করছে।
গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম বিক্রম বর্মন, সুব্রত দে, টোটন মিস্ত্রি এবং একরামুল হক। ধৃতদের মধ্যে বিক্রম বর্মনের বাড়ি জলেশ্বরী বাজারে। সুব্রত দের বাড়ি অম্বিকা নগরে। টোটন মিস্ত্রির বাড়ি শ্রীনগর নিচপাড়া এলাকায়। অপর ধৃত একরামুল হকের বাড়ি ফাঁসি দেওয়ায়।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে, কুড়াল , টর্চ, দড়ি সহ আরো নানান সরঞ্জাম। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তরা ডাকাতির ছক কষছিল। ধৃত চারজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
