বাসস্থান ও জীবিকার দাবিতে এনজেপি – ফুলবাড়িতে বস্তি উন্নয়ন সমিতির অবস্থান বিক্ষোভ

বাসস্থান, জীবিকা ও উন্নয়নের দাবিতে মঙ্গলবার এনজেপি – ফুলবাড়ী অঞ্চলে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। এনজেপি – ফুলবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এনজেপি এডিআরএম অফিসের সামনে। বিক্ষোভের পাশাপাশি একটি পথসভাও অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে আন্দোলনকারীরা রেলের অব্যবহৃত জমিতে বসবাসকারী বস্তিবাসীদের উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি জানান।

পাশাপাশি দীর্ঘদিন ধরে বসবাসকারী বস্তিবাসী ও ব্যবসায়ীদের জন্য পাট্টা ও লিজের ব্যবস্থা করা ও শিলিগুড়ি পুর নিগমের আওতাধীন বস্তি এলাকায় বসবাসকারী বাসিন্দা ও ব্যবসায়ীদের হোল্ডিং নম্বর দেওয়ার দাবিতেও সোচ্চার হন তাঁরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জেলা প্রেসিডেন্ট দিলীপ সিং। তিনি তাঁর বক্তব্যে অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে রেলের জমিতে বসবাসকারী গরিব মানুষদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে।

দিলীপ সিং বলেন, “তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে তারা বস্তিবাসীদের পাশে আছে, কিন্তু বাস্তবে তারা পাশে নেই। উচ্ছেদের ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ সম্পূর্ণভাবে উপেক্ষিত হচ্ছে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে ও বস্তিবাসীদের উচ্ছেদ করা হলে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। প্রয়োজনে পথে বসেই আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।