চুরির সামগ্রী সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ

যখন বাড়ির লোকেরা গভীর নিদ্রায় মগ্ন, ঠিক তখন জানালা খুলে লাঠি ঢুকিয়ে ব্যাগ ও মোবাইল নিয়ে চম্পট দেয় চোরের দল। এমন ঘটনাটি ঘটে জুলাই মাসের ৫ তারিখে বাড়িভাষার বিজয় কুমার সিনহার বাড়িতে। এমন চুরির ঘটনার পর পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে মোড়বাজার সংলগ্ন এলাকা থেকে এক যুবককে আটক করে তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি দামি মোবাইল ও নগদ ২০০০ টাকা। প্রথমে মোবাইলটি নিজের বলে দাবি করলেও পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারে মোবাইলটি সেই চুরি যাওয়া মোবাইল। অভিযুক্তকে গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে অভিযুক্ত স্বিকার করে যে সেটি চুরির মোবাইল। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। অন্যদিকে আইনী প্রক্রিয়ায় উদ্ধার হওয়া সামগ্রী প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এনজেপি থানার পুলিশ। চুরি যাওয়া সামগ্রী ফিরে পেয়ে রীতিমতো খুশি বিজয় কুমার সিনহা। তিনি পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেননি।