বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের চাঞ্চল্য কলকাতা হাই কোর্টে।
নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল-ঘনিষ্ঠ ব্যবসায়ী সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-র জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রায় সম্পূর্ণ শুনানি শেষ হওয়ার মুখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই সিদ্ধান্তে আইন মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি কার্যত প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবে কলকাতা হাই কোর্টে বিচারপতিদের মামলার দায়িত্ব পুনর্বণ্টনের পর মামলাটি আসে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। ঠিক সেই অবস্থাতেই তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিলেন। এখন মামলাটি যাবে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে।
