শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না,হুশিয়ারি পার্থ প্রতিম রায়ের

২১ জুলাই ধর্মতলায় শহীদ স্মরণকে কেন্দ্র করে কেউ চাঁদা তুলবেন না।প্রস্তুতি মিটিং এ আজ কোচবিহার সাহিত্যসভায় কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থ প্রতিম রায়।তিনি আজ আরও বলেন দলের কেউ প্রচার ফেস্টুনে নিজেদের ছবি যাতে ব্যবহার না করেন সেব্যাপারেও সতর্ক করে দেওয়া হলো কর্মীদের৷

আজ সাহিত্য সভায় জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতির মিটিং র গরহাজির ছিলেন পার্থপ্রতিম রায় সহ বিরোধী শিবিরের নেতৃত্বরা। রবীন্দ্রনাথ ঘোষ,বিনয় কৃষ্ণ বর্মন, উদয়ন গুহ,গিরীন্দ্রনাথ বর্মন ছিলেন না কেউই৷

রবীন্দ্রনাথ বাবু যদিও বলেন তিনি কলকাতায় মিটিং এর ব্যাপারে কিছু জানেন না। যদিও জেলা তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি মিটিং জেলা নেতাদের একাংশের অনুপস্থিতি দলের অভ্যন্তরের বিবাদ আরও চরমে পৌঁছে দিলো।