পর্যটন শিল্পেই নির্ভরশীল উত্তরবঙ্গ, আকর্ষণের কেন্দ্র কালিম্পংয়ের ডাওহিল

উত্তরবঙ্গের অর্থনীতি ও জীবিকার বড় একটি অংশ জুড়ে রয়েছে পর্যটন শিল্প। পাহাড়, নদী ও ডুয়ার্সের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে বছরের প্রায় বারো মাসই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। বিশেষ করে গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে বহু মানুষ সমতল থেকে পাহাড়ের দিকে ছুটে আসেন।

তিস্তা নদী পেরিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে পৌঁছে যাওয়া যায় পর্যটকদের আরেকটি প্রিয় গন্তব্যে—কালিম্পং জেলার ডাওহিল। দার্জিলিংয়ের প্রতিবেশী হলেও এই স্থানের সৌন্দর্য, শান্ত পরিবেশ ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য অন্যরকম অনুভব জাগায়। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকরাও সারা বছর জুড়ে এই স্থান ভ্রমণ করে থাকেন।

ডাওহিলের অদূরে বিস্তৃত বনভূমি, পাখির ডাক, বসন্তের হালকা হাওয়া আর ঠান্ডা আবহাওয়া যেন পর্যটকদের এক স্বর্গীয় অভিজ্ঞতা দেয়। শহরের কোলাহল ছেড়ে যারা প্রকৃতির কোলে কিছুটা শান্তি খুঁজতে চান, তাদের জন্য ডাওহিল হয়ে উঠেছে আদর্শ গন্তব্য।

স্থানীয় বাসিন্দাদের মতে, পর্যটকদের আগমনের ওপরই নির্ভর করে বহু মানুষ—হোটেল, হোমস্টে, রেস্তোরাঁ, গাড়ি পরিষেবা, স্থানীয় হস্তশিল্প ও কৃষিজ পণ্যের বিক্রি—সব মিলিয়ে পর্যটনই এখানে জীবনের চালিকাশক্তি।

এমনই পর্যটন কেন্দ্র উত্তরবঙ্গের গর্ব, আর এই অঞ্চলকে আরও পর্যটক-বান্ধব করে তুলতে চাই উন্নত পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই পরিবেশ রক্ষা। তাহলেই উত্তরবঙ্গ সত্যিই পর্যটনের মানচিত্রে আরও উজ্জ্বলভাবে জায়গা করে নিতে পারবে।