উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। শনিবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় শিলিগুড়ি শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা।
কনকনে ঠান্ডা ও হিমেল হাওয়ায় কার্যত কাঁপছে জনজীবন। সকাল বাড়লেও অনেক জায়গায় সূর্যের দেখা মেলেনি, ফলে শীতের দাপট আরও বেড়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় পারদ কিছুটা কম থাকায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
অন্যদিকে পাহাড়ে শীতের প্রভাব আরও বেশি। দার্জিলিং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় তাপমাত্রা অনেকটাই নেমে যাওয়ায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শীতের আমেজ স্পষ্ট। গরম পোশাক ছাড়া বাইরে বেরোনো কার্যত কঠিন হয়ে পড়েছে।
ঘন কুয়াশার জেরে সকালবেলা রাস্তায় যান চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে জাতীয় সড়ক ও পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কম থাকায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছে প্রশাসন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শীতের এই পরিস্থিতি বজায় থাকবে ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
