এবার নীল রঙেও নাথিং ফোন থ্রি এ লাইট

লন্ডন ভিত্তিক প্রযুক্তি কোম্পানি নাথিং ভারতে লঞ্চ করল তাদের ফোন থ্রি এ লাইট। ক্লাসিক কালো এবং সাদা রঙের সঙ্গে তারা নতুন নীল রঙ প্রবর্তন করেছে। ডিভাইসটিতে নাথিংয়ের সিগনেচার ডিজাইন, ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ট্রু লেন্স ইঞ্জিন ৪.০ সহ ৫০ এমপি প্রধান ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো চিপসেট এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। দাম শুরু হচ্ছে ২০,৯৯৯ টাকা থেকে। ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের জন্য এই দাম রাখা হয়েছে। যা ছাড়ের পর মিলবে ১৯,৯৯৯ টাকায়। ফোন (থ্রিএ) লাইট ৫ ডিসেম্বর ২০২৫ থেকে ফ্লিপকার্ট, বিজয় সেলস, ক্রোমা এবং ভারতের প্রধান রিটেইল স্টোরগুলিতে পাওয়া যাবে।
এতে থাকছে ৩৩ ওয়াট দ্রুত চার্জিং সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ এর উপর ভিত্তি করে তৈরি। প্রসেসর নাথিং ওএস ৩.৫, ৩ বছরের প্রধান আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা প্যাচ সহ আসে।