নাথিং ফোন (থ্রি) এবং হেডফোন (ওয়ান) এখন ভারতে উপলব্ধ

লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি নাথিং ভারতে লঞ্চ করল নাথিং ফোন (থ্রি) এবং প্রথম ওভার-ইয়ার অডিও প্রোডাক্ট নাথিং হেডফোন (ওয়ান)। ভারতে ১৫ জুলাই, ২০২৫ থেকে এই ফোন ও হেডফোন পাওয়া যাবে। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের ফোনের দাম ৬২,৯৯৯ টাকা থেকে শুরু হবে। এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজের দাম শুরু হবে ₹৭২,৯৯৯ টাকা থেকে (ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার সহ)।

ফোনটি ফ্লিপকার্ট, ফ্লিপকার্ট মিনিটস, বিজয় সেলস, ক্রোমা এবং অন্যান্য শীর্ষস্থানীয় রিটেইল স্টোরে পাওয়া যাবে। ১৫ জুলাই ডিভাইসটি কিনলে গ্রাহকরা ১ বছরের অতিরিক্ত বর্ধিত ওয়ারেন্টি পাবেন এবং শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলিতে ২৪ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই বিকল্প বেছে নিতে পারবেন।

হেডফোনগুলির দাম ধার্য করা হয়ে ২১,৯৯৯ টাকা। তবে লঞ্চ ডে-তে স্পেশাল অফারে পাওয়া যাবে ১৯,৯৯৯ টাকায়।