মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার বাংলায় এসআইআর। রিপোর্ট বলছে, শীঘ্রই রাজ্যে এসআইআর শুরু হতে চলেছে।
এরই মধ্যে সম্প্রতি বিএলও-দের জন্য কড়া নির্দেশিকা জারি হয়েছে। সরকারি কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি। রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত এক হাজারেরও বেশি বিএলও কাজে যোগ দেননি। তারা যাতে অবিলম্বে কাজে যোগ দেয় সেই লক্ষ্যে নির্দেশিকা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করার কাজ এই বিএলও-দের। নির্দেশিকায় ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে বলা হয়েছে, বাধ্যতামূলকভাবে কমিশনের নির্দেশ পালন করতে হবে বিএলও-দের। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কর্বত্যে গাফিলতি থাকলে সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা।
