এবার ধীরে ধীরে বদলাবে আবহাওয়া

0 min read

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। আগমন হয়েছে শীত কালের, তবে দেখা নেই শীতেরই। শীত এসেও যেন আসছে না বঙ্গে। এমতাবস্থায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী কাল থেকেই বদলে যাবে বাংলার আবহাওয়া। উত্তর থেকে দক্ষিণ, জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে।

তবে মৌসম ভবন জানিয়েছে, আগামী পৌষ সংক্রান্তির আগেই ফের একবার বদলাবে বাংলার আবহাওয়া। উত্তরে হাওয়ায় আবারও তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ওদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং সংলগ্ন জেলাগুলিতে।

এদিকে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদে থাকবে ঘন কুয়াশা। বাঁকুড়া, পুরুলিয়ার তাপমাত্রাও এখন উপরের দিকেই। তাপমাত্রা এখন স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রির মতো বেশি আছে। তবে সপ্তাহান্তে অন্য রূপ দেখা যেতে পারে বলেই ধারণা আবহাওয়াবিদদের।

You May Also Like