রসিকবিলে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা

৫৪ প্রজাতির পরিযায়ী পাখির আগমন রসিকবিলে, খুশি পরিবেশপ্রেমীরা। অতীতের তুলনায় চলতি বছরে রসিকবিল জলাভূমিতে পরিযায়ী পাখির সংখ্যা ও প্রজাতি দুটিই বৃদ্ধি পেয়েছে। এবারের শুমারিতে বিরল প্রজাতির চারটি ব্ল্যাক হেডেড আইবিস–এর দেখা মিলেছে। পাশাপাশি নজরে এসেছে রেড ক্রেস্টেড পোচার্ড, ফ্যালকেটেড ডাক সহ একাধিক উল্লেখযোগ্য পরিযায়ী পাখি।

রসিকবিল জলাশয়ে বার্ষিক পাখি শুমারির পর এমনই দাবি করেছে পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফ। এদিন ন্যাফ ও জেলা বন দপ্তরের যৌথ উদ্যোগে রসিকবিলে পাখিবীক্ষণ ও গণনা শিবিরের আয়োজন করা হয়। বন দপ্তরের ব্যবস্থাপনায় নৌকায় চেপে দিনভর বিস্তীর্ণ জলাভূমিজুড়ে চলে পাখি শুমারি। শুমারির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই বনকর্তা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে কাজের রূপরেখা ঠিক করা হয়। বিলের বিশাল জলাভূমির একাধিক অংশে নৌকায় যাতায়াতের প্রয়োজন হওয়ায় প্রস্তুত রাখা হয় একাধিক নৌকা।