৩০ কোটি ডলার লভ্যাংশ রাশিয়ায় আটকে বিপাকে অয়েল ইন্ডিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ভারতীয় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড (OIL)-এর প্রায় ৩০ কোটি ডলার (প্রায় ২,৪৯০ কোটি টাকা) লভ্যাংশ রাশিয়ায় আটকে আছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের, অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ফলেই এই সমস্যা তৈরি হয়েছে। লেনদেন প্রক্রিয়ায় জটিলতার সৃষ্টি হওয়ায় অয়েল ইন্ডিয়া তাদের রাশিয়ার বিনিয়োগ থেকে প্রাপ্ত বিপুল পরিমাণ লভ্যাংশ দেশে ফিরিয়ে আনতে পারছে না।

অয়েল ইন্ডিয়ার রাশিয়ার ভ্যাঙ্করনেফট (Vankorneft) এবং তাআস-ইউর‍িয়াখ (Taas-Yuriakh) তেল ক্ষেত্রে বিনিয়োগ রয়েছে। এই লভ্যাংশ মূলত সেই বিনিয়োগ থেকেই এসেছে। মার্কিন নিষেধাজ্ঞাগুলি আন্তর্জাতিক আর্থিক লেনদেন এবং ব্যাংকিং চ্যানেলগুলিকে প্রভাবিত করায় এই অর্থ স্থানান্তরে জটিলতা সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে সংস্থাটি বিভিন্ন কূটনৈতিক ও আর্থিক চ্যানেল ব্যবহার করে আলোচনা চালাচ্ছে বলে জানা গেছে।