দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ভারত সরকার তেল ও গ্যাসের সরবরাহ এবং দামের ওপর কড়া নজর রাখছে।
ইরানের ৩ টি পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার পর, ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পরিকল্পনা করছে। এই প্রণালী বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত হয়। এদিকে, ভারতও তার তেলের চাহিদার একটি বড় অংশ এই পথ দিয়ে আমদানি করে।
এমতাবস্থায়, যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের একাধিক দেশ প্রভাবিত হতে পারে। যদিও, ভারত সরকার আশ্বস্ত করেছে যে, দেশের জনগণ তেল পেতে থাকবেন এবং সরবরাহের কোনও ঘাটতি হবে না। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে, ভারত গত ২ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
