শিলিগুড়ির এনজেপি আইসি গেটের সামনে এদিন তেলের একটি ট্যাংকারে হঠাৎই চাকা ব্লাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুনের লেলিহান শিখা দেখেই এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই কাছাকাছি অবস্থিত ইন্ডিয়ান অয়েল-এর অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পরে দমকল বাহিনী গিয়ে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকা ব্লাস্ট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
