বদলে যাচ্ছে পুরোনো নিয়ম

চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা এই দুটি। খুব শীঘ্রই এই রেজাল্ট ফল প্রকাশিত হবে। তবে এবার বদলাতে চলেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ৫০ বছরের পুরনো নিয়মে।

এই বছর প্রথমবার সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে একাদশ শ্রেণির পড়ুয়ারা। চারটে সেমিস্টারে হবে পুরো পরীক্ষা। ২০২৪ সালে যারা সেমেস্টার পদ্ধতির আওতায় একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছিল আগামী সেপ্টেম্বরে তারা তৃতীয় সেমেস্টারে বসবে এবং আগামী বছর ফেব্রুয়ারীতে চতুর্থ সেমেস্টার হবে।

এই সেমেস্টার পদ্ধতিতে আসছে একাধিক বদল। এবার থেকে দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারে ছাত্রছাত্রীদের উত্তরপত্রে নাম লেখা চলবে না। শুধু রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দিয়েই পরীক্ষায় বসতে হবে। ওএমআর শিটে পরীক্ষা হবে, আর ভুল করলে বাতিল হয়ে যেতে পারে উত্তরপত্র! স্বচ্ছতা আনতেই এই নয়া নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে সংসদ।