বড়দিনে জাঁকিয়ে শীত, ঘন কুয়াশায় ঢাকা শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকা

বড়দিনের সকালে জাঁকিয়ে শীত ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে শিলিগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চল। ভোররাত থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা এলাকা, যার ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। শীতের দাপটে স্বাভাবিক জনজীবনও কিছুটা ব্যাহত হয়।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি কম ছিল।

হিমেল হাওয়ার সঙ্গে কুয়াশার প্রভাব থাকায় সকালবেলায় রাস্তায় যান চলাচল ধীরগতিতে চলে। বিশেষ করে জাতীয় সড়ক ও বাইপাস এলাকায় কুয়াশার কারণে চালকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যায়।

ঘন কুয়াশার জেরে কিছু দূরপাল্লার বাস ও ট্রেন পরিষেবাও প্রভাবিত হওয়ার খবর মিলেছে। অনেকেই গরম পোশাক ও শাল-মাফলার গায়ে জড়িয়ে রাস্তায় নামেন। তবে কনকনে শীত ও কুয়াশার মধ্যেও বড়দিনের উৎসাহে ভাটা পড়েনি। শহরের বিভিন্ন চার্চে সকাল থেকেই প্রার্থনার আয়োজন হয়। কুয়াশা ঢাকা শিলিগুড়িতেও বড়দিনের আনন্দ উদ্‌যাপনে মানুষের মুখে ছিল হাসি ও উচ্ছ্বাস।

আবহাওয়া দফতর সূত্র খবর, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের প্রকোপ বজায় থাকবে ও ভোরের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।