মানবিকতার পরিচয় দিলেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের সভাপতি সোনামণি রায়। নিজের জন্মদিন উপলক্ষে তিনি রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফারাবাড়ি স্পেশাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালেন।
এদিন পড়ুয়াদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের নিয়ে জন্মদিন উদ্যাপন করা হয় এবং দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। স্কুল চত্বরে উৎসবের আবহে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রীরা।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুলের প্রয়োজনীয় খেলার সামগ্রী পেয়ে উপকৃত হয়েছে পড়ুয়ারা। এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। সংশ্লিষ্ট মহলের মতে, এই ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের মধ্যে উৎসাহ ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে সহায়ক।
