ইংরেজি নববর্ষের পাশাপাশি কল্পতরু উপলক্ষে শিলিগুড়ি শহরের বিভিন্ন মন্দিরে বছরের প্রথম দিনের সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভোরে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই নতুন বছরের সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় শহরবাসী পুজো দিতে ভিড় জমান।
শিলিগুড়ির মায়ের ইচ্ছা মন্দিরে এদিন সকাল থেকেই ছিল বিশেষ ব্যস্ততা। কেউ নতুন বছরের শুভ কামনায়, কেউ জন্মদিন উপলক্ষে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে আসেন। পাশাপাশি নতুন গাড়ি কেনার পর বছরের প্রথম দিনেই পুজো দেওয়ার জন্যও বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়।
শুধু মায়ের ইচ্ছা মন্দিরই নয়, শহরের অন্যান্য মন্দিরগুলিতেও একই চিত্র ধরা পড়ে। কল্পতরু দিনের ধর্মীয় মাহাত্ম্য ও নববর্ষের শুভ সূচনাকে কেন্দ্র করে সকাল থেকে সারিবদ্ধভাবে ভক্তরা পুজো অর্পণ করেন। ভিড় সামাল দিতে বিভিন্ন মন্দিরে স্বেচ্ছাসেবক ও মন্দির কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থাও রাখা হয়।
