উত্তরবঙ্গের অন্যতম বড় দুর্গাপূজা হিসেবে পরিচিত শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবের খুঁটি পূজা সম্পন্ন হল উল্টো রথের প্রাক্কালে। এবারে ৫৯ বছরে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পূজা। প্রতিবছরই অভিনব মণ্ডপ ও থিমে দর্শনার্থীদের মুগ্ধ করে সঙ্ঘশ্রী ক্লাব। এবারে পুজো কমিটির বিশেষ আকর্ষণ ‘দিগন্তের সুর, যেখানে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করেই সাজানো হবে পুরো মণ্ডপ। প্রথম স্থানের জন্য লড়াইয়ে নামছে তারা। শিলিগুড়ি ও উত্তরবঙ্গের মানুষের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতেই প্রতি বছর নতুনত্বের ছোঁয়া আনা হয় থিমে। ক্লাব কর্তৃপক্ষের দাবি, ‘‘প্রতিবছরই আমাদের থিমে থাকে নতুনত্ব।
দর্শনার্থীরা সেগুলি উপভোগ করেন। এবারও আমরা দর্শকদের এক অভিনব পূজা মণ্ডপ উপহার দিতে প্রস্তুত। আগামী দিনে মণ্ডপের কাজ শুরু হবে পুরোদমে। রথযাত্রা পার হলেই প্রস্তুতি আরও জোরদার হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
