উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজার খুটি পূজা সম্পন্ন করা হল

শিলিগুড়ি, প্রত্যেক বারের ন্যায় এবার উল্টো রথের প্রাক্কালে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি খুটি পূজা সম্পন্ন হল। এবারে তাদের পুজো ৬৩ বছরে পদার্পণ করল। এবার প্রথম স্থানের লক্ষ্যে নিয়ে পূজা মন্ডপ সাজাতে চলেছে সেন্ট্রাল কলোনী দুর্গাপূজা কমিটি।

প্রতিবছর বিভিন্ন অভিনব আকর্ষণীয় পূজা মন্ডপ উপহার দিয়ে থাকে শিলিগুড়ি সেন্টাল কলোনি দুর্গাপূজা কমিটি। এবার তাদের বিশেষ আকর্ষণ, মাটির টানে।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ উপহার দিয়ে উত্তরবঙ্গবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন, এবারও তাদের এই পরিবেশ বান্ধব এই পূজা মন্ডপ শিলিগুড়িতে স্থান অধিকার করবে আশাবাদী তারা।