আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালী মন্দির, দিনবাজার কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেক ব্যবসায়ী মন্দিরে এসে গনেশ পুজো দিয়েছেন।
এজন্য সকাল থেকেই ভক্তদের ভিড় রয়েছে বিভিন্ন মন্দিরে। অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সিদ্ধিদাতা গণেশের পুজো হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি শহরে এদিন ব্যবসায়ী প্রতিষ্ঠান সহ গৃহস্থের ঘরেও পুজোর আয়োজন করতে দেখা যায়।
গনেশ পুজোর পাশাপাশি অনেকই মা লক্ষ্মীর পুজো করেন। এদিন সকালে জলপাইগুড়ির যোগমায়া কালী মন্দিরে পুজো দিতে আসেন বহু ভক্ত। মন্দিরের পুরোহিত জানান, ভক্তদের আগমনে বিশেষ পুজো অর্চনা চলছে। সংসারের মঙ্গল কামনা করেই পুজো দিতে আসছেন ভক্তরা।