রাধাষ্টমী উপলক্ষ্যে নবদ্বীপ শ্রীবাসঅঙ্গন মন্দিরে ললিতা সপ্তমী থেকে ৪৮ ঘন্টা অন্নদান কর্মসূচী

শ্রীধাম নবদ্বীপস্থ যোগপীঠ শ্রীশ্রী শ্রীবাস অঙ্গন মন্দিরে শ্রীশ্রী রাধাষ্টমী মহোৎসব উপলক্ষ্যে ২২শে আগস্ট থেকে ২৮শে আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত সপ্তাহ এবং পরীক্ষিত পারায়ণ অনুষ্ঠিত হয়। প্রত্যেহ সকাল ৮টা থেকে মূল শ্লোক পরায়ণ অনুষ্ঠিত হয় এবং সুপ্রবচন অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টা থেকে। সুপ্রবচন পরিবেশন করেন প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী।

আগামী ৩১শে আগস্ট রবিবার ভাদ্র শুক্লাষ্টমী শ্রীশ্রী রাধিকা জয়ন্তী অর্থাৎ বৃষভানু রাজনন্দিনী প্রাণেশ্বরী শ্রীমতী রাধারাণীর শুভ আবির্ভাব তিথি। আর এই মহোৎসবে প্রাক্ কালে অর্থাৎ ললিতা সপ্তমী থেকে রাধাষ্টমী রাত্রি পর্যন্ত প্রায় ৪৮ ঘন্টা শ্রীবাস অঙ্গন কুঞ্জে ভক্তদের জন্য অবারিত দ্বার প্রসাদ গ্রহণের নিমিত্তে। মন্দিরের সেবাইত শ্রীবাস গোস্বামী বলেন, এই ৪৮ ঘন্টা অন্নদান কর্মসূচী মন্দিরের পক্ষ থেকে প্রথম বার পরিকল্পনা করা হয়েছে।

তিনি আপামর নবদ্বীপ বাসী সহ সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও আগামী ৩১শে আগস্ট রাধাষ্টমী তিথিতে সকাল ৮টায় শ্রীবাস অঙ্গন মন্দির কিশোরী কুঞ্জে শ্রীরাধিকার অভিষেক দর্শনের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে।