এনজেপি মোড় বাজার থেকে অস্ত্র ও গুলি সহ একজন গ্রেফতার, তদন্তে পুলিশ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার দুপুরে এনজেপির মোড় বাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। ধৃতের নাম মোহাম্মদ আনোয়ার। সে শিলিগুড়ির ঝংকার মোড় গোয়ালা বস্তির বাসিন্দা।

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ আনোয়ার কে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে এই আগ্নেয়াস্ত্র সে কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কি কারণে নিয়ে মোড় বাজার এলাকায় ঘুরছিল।