এটিএম লুট কাণ্ডে গ্রেফতার এক দুষ্কৃতী

আশিঘড় আউটপোস্ট এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম উজের খান, সে হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে।

তাকে বিহারের সুপল জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে পাঁচ দুষ্কৃতীর একটি দল প্রায় ১৫ লক্ষ টাকা লুট করে। গ্যাস কাটার ব্যবহার করায় এটিএমে আগুন ধরে যায়। ঘটনায় ব্যবহৃত একটি মোটরবাইক ও টাটা সুমো চুরি করেছিল দুষ্কৃতীরা।

লুটের পর ধৃত বিহারে গা ঢাকা দেয় এবং পরে হরিয়ানায় পালাতে গিয়ে একটি কন্টেনার গাড়িতে ধরা পড়ে। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। বাকি চার অভিযুক্তের সন্ধানে ও লুট হওয়া অর্থ উদ্ধারে ভিনরাজ্যে তল্লাশি চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল।