বালুরঘাটে অনুষ্ঠিত একদিনব্যাপী জাতীয় সেমিনার

বালুরঘাট বিএড কলেজে অনুষ্ঠিত হল একদিনব্যাপী জাতীয় সেমিনার ‘২১শতকের শিক্ষক দক্ষতা ও রূপান্তরে সক্ষম শিক্ষা’। আমন্ত্রিত অতিথি, শিক্ষক -শিক্ষিকা, গবেষক ও অংশগ্রহণকারীদের আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব।

সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের লাতুরের মহাত্মা বর্বেশ্বর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. শ্রীকান্ত গাইকওয়াড। সমাজবিজ্ঞান ও শিক্ষাবিদ্যায় তাঁর দীর্ঘ গবেষণা – অভিজ্ঞতা থেকে তিনি ২১শতকের শিক্ষকের প্রয়োজনীয় নানা দক্ষতার বিশদ ব্যাখ্যা করেন। রূপান্তরমুখী শিক্ষণপদ্ধতি, প্রযুক্তি-নির্ভর শিক্ষাদান, অভিযোজনক্ষমতা, শিক্ষার্থী – কেন্দ্রিক পেডাগজি — এসব বিষয়ে তাঁর বক্তব্য সেমিনারকে সমৃদ্ধ করে তোলে।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. প্রণব ঘোষ। তিনি ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষকের পরিবর্তিত ভূমিকা ও উচ্চশিক্ষায় ধারাবাহিক পেশাগত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের কর্ণধার ড. নব কুমার দাস, প্রিন্সিপাল ববি মোহন্ত, বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা, হরিপদ সাহা, ড. আসিস দাস, সূরজ দাশ, বালুরঘাট আইন মহাবিদ্যালয়ের অধ্যাপক উত্তরণ ব্যানার্জি সহ আরও অনেকে। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদরাও তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন, ফলে সেমিনারটি হয়ে ওঠে জ্ঞানবিনিময়ের এক গুরুত্বপূর্ণ মঞ্চ।

আলোচনা পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় সেমিনারটি এক অনন্য সফলতা অর্জন করে।