দুর্ঘটনার পর গাড়ি উড়ে পড়ল রাস্তার পাশে ফাঁকা জমিতে। রাস্তা থেকে প্রায় চল্লিশ ফুট দূরে গিয়ে পড়ে গাড়িটি। বোলেরো গাড়িটি দুমড়ে মুছড়ে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি নেপাল এশিয়ান হাইওয়েতে। নকশাল বাড়ির পানি টাংকির কোয়ার্টার মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। আজ সকালে ইট ভাটার শ্রমিক বোঝাই গাড়ি এই বোলেরো গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। জানা গিয়েছে গাড়িটি যাচ্ছিল নেপালে। এই বোলেরো গাড়িতে করেই কোচবিহারের শ্রমিকরা যাচ্ছিল নেপালের ইটভাটার কাজে। গাড়িতে ছিলেন নয় জন। দুর্ঘটনায় এক শিশুসহ আট জন গুরুতর জখম হয়।
দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনার বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। তারাই উদ্ধার কাজে হাত লাগান। স্থানীয়রা খবর দেন নকশালবাড়ি থানার পুলিশকে। নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করে। জানা গিয়েছে আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয়েছে একজনের। মৃত ওই ইটভাটার শ্রমিকের নাম রশিফ মিয়া বলেই জানা গিয়েছে।
দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মা ও শিশু। গুরুতর আহত অবস্থায় প্রত্যেকেই ভর্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রের খবর একটি ট্রাকের পেছনে ধাক্কা মেরেই উল্টে যায় বোলেরো গাড়িটি। গাড়িটির সামনের অংশ পুরোপুরি দুমড়েমুচড়ে গিয়েছে। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনার পর থেকেই এই গাড়ির চালক পলাতক। নকশালবাড়ি থানার পুলিশ গাড়িটি রিকভারি ভ্যানের মাধ্যমে রাস্তার পাশ থেকে তুলে থানায় নিয়ে যায়। নকশালবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
